Madhyamik 2025 Result Latest Update: মাধ্যমিক 2025 এর রেজাল্ট কবে বেরোবে?

TutorXWB
0


পশ্চিমবঙ্গে মাধ্যমিক পরীক্ষার ফলাফল নিয়ে পরীক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে চরম উত্তেজনা থাকে।

মধ্যশিক্ষা পর্ষদ সাধারণত  ৯০ দিনের মধ্যে ফলপ্রকাশ করার চেষ্টা করে। ২০২৪ সালে ২ মে মাধ্যমিক পরীক্ষার ফলপ্রকাশ করা হয়েছিল।


মাধ্যমিক 2025 রেজাল্ট কবে প্রকাশিত হতে পারে?

গত কয়েক বছর বিশ্লেষণ করলে দেখা যাবে, পশ্চিমবঙ্গ মাধ্যমিক শিক্ষা পর্ষদ (WBBSE) সাধারণত  মে মাসের প্রথম সপ্তাহে থেকে মে মাসের তৃতীয় সপ্তাহের মধ্যে মাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশ করে।

২০২৩ সালে: ১৯ মে

২০২৪ সালে: ২ মে

২০২৫ সালে: সম্ভাব্য মে'র দ্বিতীয় বা তৃতীয় সপ্তাহে মাধ্যমিকের ফলাফল প্রকাশিত হতে পারে।

আগামী ১২ মে থেকে ২০ মে'র মধ্যে মাধ্যমিকের ফলপ্রকাশ করার সম্ভাবনা আছে।
তবে প্রাথমিকভাবে ১২ মে' ফলপ্রকাশ করা হবে বলে অনেকেই মনে করছেন।

তবে, চূড়ান্ত তারিখ WBBSE অফিসিয়াল ওয়েবসাইটে (wbbse.wb.gov.in) ঘোষণা করবে।


Post a Comment

0Comments

Post a Comment (0)