Madhyamik Result Date 2025: 2 রা মে বের হবে মাধ্যমিকের ফলাফল, তারিখ জানাল পর্ষদ।

TutorXWB
0

 


প্রথমে জল্পনা ছিল যে ৩০ এপ্রিল মাধ্যমিকের ফল প্রকাশ করতে পারে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ। তবে একই দিনে দিঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধন অনুষ্ঠান থাকায়, ফল প্রকাশ নিয়ে কিছুটা অনিশ্চয়তা দেখা দেয়। অবশেষে পর্ষদ সূত্রে নিশ্চিতভাবে জানা গেছে কবে মাধ্যমিক 2025 এর ফলাফল প্রকাশ করা হবে।


কবে বেরোবে মাধ্যমিকের ফলাফল?


আগামী ২ রা মে শুক্রবার মাধ্যমিকের ফলাফল প্রকাশ করা হবে। ওই দিন সকাল ৯ টার সময় পর্ষদ PRESS CONFERENCE করার পরে ৯:৪৫ থেকে ওয়েবসাইটে পড়ুয়ারা জানতে পারবেন তাদের ফলাফল। পরীক্ষার ৭০ দিনের মাথায় প্রকাশিত হচ্ছে মাধ্য়মিকের ফলাফল।

এবছর ১০ ফেব্রুয়ারি থেকে ২২ ফেব্রুয়ারি পর্যন্ত মাধ্য়মিকের পরীক্ষা হয়েছিল। ৯ লাখ ৮৪ হাজার ৮৯৪ জন পরীক্ষার্থী বসেছিলেন মাধ্যমিক পরীক্ষায়। আগামী ২ রা মে তাঁরা পরীক্ষার রেজাল্ট জানতে পারবে।
আগামী ২ রা মে নির্দিষ্ট ওয়েবসাইটে গিয়ে সেখানে রোল নম্বর দিলেই মাধ্যমিকের ফলাফল দেখা যাবে।



কোথায় দেখা যাবে ফলাফল?

ফলপ্রকাশের দিন, সকাল ৯:৪৫ থেকেই পরীক্ষার্থীরা রাজ্য পর্ষদের সরকারি ওয়েবসাইট অর্থাৎ www.result.wbbsedata.com ও আরো কিছু ওয়েবসাইটে গিয়ে নিজেদের রেজাল্ট জানতে পারবে।
রোল নম্বর ও জন্মতারিখ দিলেই দেখা যাবে রেজাল্ট।

যে যে ওয়েবসাইটে রেজাল্ট দেখা যাবে সেগুলি হলো -

  1. www.result.wbbsedata.com
  2. wb10.abplive.com
  3. www.indiaresults.com
  4. www.results.shiksha
  5. fastresult.in
  6. https://iresults.net/
  7. www.jagranjosh.com
  8. https://www.sangbadpratidin.in
  9. www.bangla.hindustantimes.com
  10. timesofindia.indiatimes.com/education
  11. www.indianexpress.com
  12. http://www.tv9bangla.com
  13. www.schools9.com
  14. www.ndtv.com
  15. http://www.indiatoday.in/education-today


যে যে অ্যাপে রেজাল্ট দেখা যাবে সেগুলি হলো -

  1. https://iresults.net/wbbse-app/
  2. fastresult.in
  3. www.results.shiksha
  4. www.edutips.in


কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ:

ফলাফল দেখে মন খারাপ করবে না, কোনো পরীক্ষাই জীবনের শেষ নয়।

যাঁরা অসন্তুষ্ট, তাঁরা রিভিউ বা স্ক্রুটিনি-র জন্য আবেদন করতে পারবে।

পরবর্তী উচ্চমাধ্যমিক বা ভোকেশনাল কোর্স বেছে নেওয়ার সময় নিজের আগ্রহ ও লক্ষ্য মাথায় রাখবে।

শুভেচ্ছা রইল সকল পরীক্ষার্থীদের জন্য!



Post a Comment

0Comments

Post a Comment (0)